১৭০. যুদ্ধ ক্ষেত্রে কাফির মহিলা কিংবা বাচ্চাদেরকে হত্যা করা

আব্দুল্লাহ্ বিন্ ’উমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন:

وُجِدَتْ اِمْرَأَةٌ مَقْتُوْلَةٌ فِيْ بَعْضِ مَغَازِيْ رَسُوْلِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ النِّسَاءِ وَالصِّبْيَانِ

‘‘রাসূল (সা.) এর সাথে কোন এক যুদ্ধে জনৈকা কাফির মহিলাকে হত্যাকৃত অবস্থায় পাওয়া গেলে রাসূল (সা.) তখন থেকে কোন কাফির মহিলা কিংবা বাচ্চাকে হত্যা করতে নিষেধ করেছেন’’।[1]

>
[1] (বুখারী, হাদীস ৩০১৪, ৩০১৫ মুসলিম, হাদীস ১৭৪৪)