কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ১৫৮. একমাত্র মানুষের ভয়েই কোন সত্য কথা জেনেশুনেও প্রয়োজনের ক্ষেত্রে তা না বলা 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        আবু সা’ঈদ্ খুদরী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
أَلاَ لاَ يَمْنَعَنَّ أَحَدَكُمْ رَهْبَةُ النَّاسِ أَنْ يَقُوْلَ بِحَقٍّ إِذَا عَلِمَهُ وَفِيْ رِوَايَةٍ : إِذَا رَآهُ أَوْ شَهِدَهُ أَوْ سَمِعَهُ فَإِنَّهُ لاَ يُقَرِّبُ مِنْ أَجَلٍ ، وَلاَ يُبَاعِدُ مِنْ رِزْقٍ أَنْ يَقُوْلَ بِحَقٍّ أَوْ يَذْكُرَ بِعَظِيْمٍ
‘‘মানুষের ভয় যেন তোমাদের কাউকে সত্য কথা জেনেশুনেও তা বলতে বাধা না দেয়। কারণ, এ কথা একেবারেই নিশ্চিত যে, সত্য কথা বলার দরুন কারোর মৃত্যু ঘনিয়ে আসে না এবং কারোর রিযিক তার থেকে দূর হয়ে যায় না’’।[1]
>
              [1] (আহমাদ, হাদীস ১১০৩০, ১১৪৯২, ১১৫১৬, ১১৮৪২, ১১৮৪৯ তিরমিযী, হাদীস ২১৯৬ ইবনু মাজাহ্, হাদীস ৪০৭৯ ’হাকিম ৪/৫০৬ ত্বায়ালিসী, হাদীস ২১৫৬)