১৫৬. কোথাও একবার ধোঁকা খাওয়ার পরও পুনর্বার সেখান থেকে সতর্ক না হওয়া

আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

لاَ يُلْدَغُ الْـمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ

‘‘কোন মু’মিন যেন একই গর্ত থেকে দু’ বার দংশিত না হয় তথা একই জায়গায় দু’ বার ধোঁকা না খায়’’।[1]

[1] (বুখারী, হাদীস ৬১৩৩)