কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ১৫২. নিজ স্ত্রীর যে কোন মার্জনীয় অপরাধের জন্য তাকে চরমভাবে অবজ্ঞা করা 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً ، إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ
‘‘কোন মু’মিন পুরুষ যেন (নিজ স্ত্রী) কোন মু’মিন মহিলাকে ঘৃণাভরে চরমভাবে অবজ্ঞা না করে। কারণ, তার একটি চরিত্রে সে তার উপর অসন্তুষ্ট হলেও তার অন্য চরিত্রে সে তার উপর সন্তুষ্ট হতে পারে’’।[1]
>
              [1] (মুসলিম, হাদীস ১৪৬৯)