কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ১৪৯. নিজের মুখ ও হাতকে কোন অকল্যাণমূলক ও অসৎ কাজে ব্যবহার করা 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        আস্ওয়াদ্ বিন্ আস্বরাম (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: আমি একদা রাসূল (সা.) কে বললাম: আমাকে কিছু উপদেশ দিন তখন তিনি বলেন: তুমি কি তোমার হাতের মালিক ? আমি বললাম: আমি যদি আমার নিজের হাতেরই মালিক না হই তা হলে আমি আর কিসেরই বা মালিক ? তিনি আরো বলেন: তুমি কি তোমার জিহবার মালিক ? আমি বললাম: আমি যদি আমার নিজের জিহবারই মালিক না হই তা হলে আমি আর কিসেরই বা মালিক ? তখন তিনি বললেন:
فَلاَ تَقُلْ بِلِسَانِكَ إِلاَّ مَعْرُوْفًا ، وَلاَ تَبْسُطْ يَدَكَ إِلاَّ إِلَى خَيْرٍ
‘‘তা হলে তুমি তোমার নিজের জিহবা দিয়ে ভালো কথা ছাড়া অন্য কিছু বলবে না। তেমনিভাবে তুমি তোমার নিজের হাতকে কল্যাণকর কাজ ছাড়া অন্য কিছুর দিকে সম্প্রসারিত করবে না’’।[1]
>
              [1] (ত্বাবারানী/কবীর, হাদীস ৮১৭)