আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

لاَ تَسَابَّ وَأَنْتَ صَائِمٌ ، فَإِنْ سَابَّكَ أَحَدٌ فَقُلْ : إِنِّيْ صَائِمٌ ، وَإِنْ كُنْتَ قَائِمًا فَاجْلِسْ

‘‘রোযাবস্থায় তুমি কখনো কাউকে গালমন্দ করো না। কেউ তোমাকে গালমন্দ করলে তুমি তাকে জানিয়ে দিবে যে, আমি রোযাদার। আর তুমি তখন দাঁড়িয়ে থাকলে সাথে সাথেই বসে পড়বে’’।[1]

>
[1] (ইবনু হিব্বান, হাদীস ৩৪৮৩ ইবনু খুযাইমাহ্, হাদীস ১৯৯৪ আহমাদ্, হাদীস ৯৫২৮, ১০৫৭১)