কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ১৪৩. ওজনবিহীন কোন খাদ্য স্তূপ ওজনবিহীন অন্য কোন খাদ্য স্তূপের বিনিময়ে কিংবা ওজন করা কোন খাদ্যের বিনিময়ে বিক্রি করা 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        জাবির বিন্ আব্দুল্লাহ্ (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ تُبَاعُ الصُّبْرَةُ مِنَ الطَّعَامِ بِالصُّبْرَةِ مِنَ الطَّعَامِ ، وَلاَ الصُّبْرَةُ مِنَ الطَّعَامِ بِالْكَيْلِ الْمُسَمَّى مِنَ الطَّعَامِ
‘‘ওজনবিহীন কোন খাদ্য স্তূপ এ জাতীয় অন্য কোন খাদ্য স্তূপের বিনিময়ে অথবা ওজন করা কোন খাদ্যের বিনিময়ে বিক্রি করা যাবে না’’।[1]
>
              [1] (নাসায়ী, হাদীস ৪৫৫০)