আবু আইয়ূব আনসারী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

لاَ تَزَالُ أُمَّتِيْ بِخَيْرٍ أَوْ قَالَ : عَلَى الْفِطْرَةِ مَا لَمْ يُؤَخِّرُوْا الْـمَغْرِبَ إِلَى أَنْ تَشْتَبِكَ النُّجُوْمُ

‘‘আমার উম্মত সর্বদা কল্যাণ ও সহজাত স্বভাবের উপর থাকবে যতক্ষণ না তারা মাগরিবের নামায দেরি করে পড়ে। এমন দেরি যে আকাশে তখন প্রচুর নক্ষত্র প্রজ্বলিত হয়’’।[1]

>
[1] (আবু দাউদ, হাদীস ৪১৮)