কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ১২২. সামর্থ্য থাকা সত্ত্বেও ’উমরা কিংবা হজ্জের সময় স্বাফা-মার্ওয়ার মাঝে দৌড়ানোর জায়গায় ধীরে ধীরে হাঁটা 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        শাইবাহ্’র উম্মে ওয়ালাদ্ (রাযিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ يُقْطَعُ الْأَبْطَحُ إِلاَّ شَدًّا
‘‘(সামর্থ্য থাকাবস্থায়) স্বাফা-মারওয়ার মধ্যবর্তী দৌড়ানোর জায়গা যেন দৌড়ানো ছাড়া অতিক্রম করা না হয়’’।[1]
>
              [1] (ইবনু মাজাহ্, হাদীস ৩০৪২)