১১৪. ষাঁড়, পাঁঠা কিংবা পুরুষ উট ও ঘোড়াকে প্রজনন তথা গর্ভ সঞ্চারের কাজে ভাড়া দেয়া

আব্দুল্লাহ্ বিন্ ’উমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন:

نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَسْبِ الْفَحْلِ

‘‘নবী (সা.) কোন পুরুষ পশুকে পশু প্রজনন তথা গর্ভ সঞ্চারের কাজে ভাড়া দিতে নিষেধ করেছেন’’।[1]

[1] (বুখারী, হাদীস ২২৮৪)