কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ১০২. কারোর বাহ্যিক আমল দেখেই তার ভালো পরিণতি সম্পর্কে নিশ্চিত হওয়া 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        আবু উমামাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ تَعْجَبُوْا بِعَمَلِ عَامِلٍ ، حَتَّى تَنْظُرُوْا بِمَ يُخْتَمُ لَهُ
‘‘তোমরা কারোর বাহ্যিক আমল দেখে আশ্চর্য হইও না যতক্ষণ না তার পরিণতি তথা সে কোন আমল নিয়ে দুনিয়া থেকে প্রস্থান করেছে তা দেখবে’’।[1]
>
              [1] (স’হী’হুল-জা’মি’, হাদীস ৭৩৬৬)