কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী ১ টি
৯৩. জ্বরকে গালি দেয়া
জাবির বিন্ ’আব্দুল্লাহ্ (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: একদা রাসূল (সা.) উম্মুস্-সা-ইব অথবা উম্মুল্-মুসাইয়াবের নিকট গিয়ে তাঁকে বললেনঃ তোমার কি হলো ? হে উম্মুস্-সা-ইব অথবা হে উম্মুল্-মুসাইয়াব! তুমি কাঁপছো কেন ? উত্তরে তিনি বললেনঃ আমি তো জ্বরে কাঁপছি। আল্লাহ্ তা’আলা তাতে বরকত না দিক!! রাসূল (সা.) বললেন:
لاَ تَسُبِّيْ الْـحُمَّى ، فَإِنَّهَا تُذْهِبُ خَطَايَا بَنِيْ آدَمَ ، كَمَا يُذْهِبُ الْكِيْرُ خَبَثَ الْـحَدِيْدِ
‘‘তুমি জ্বরকে গালি দিও না। কারণ, জ্বর তো আদম সন্তানের পাপরাশি মুছে দেয়। যেমনিভাবে রেত লোহার মরিচা দূর করে দেয়’’।[1]
>
[1] (মুসলিম, হাদীস ২৫৭৫)