কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী ১ টি
৮২. যিকির কিংবা নামায পড়া ছাড়া অন্য কোন কাজের জন্য মসজিদকে পথ হিসেবে ব্যবহার করা
আব্দুল্লাহ্ বিন্ ’উমর (রাযিয়াল্লাহু ’আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ تَتَّخِذُوْا الْمَسَاجِدَ طُرُقًا ؛ إِلاَّ لِذِكْرٍ أَوْ صَلاَةٍ
‘‘তোমরা নামায ও যিকির ছাড়া মসজিদকে পথ হিসেবে ব্যবহার করো না’’।[1]
>
[1] (আস্-সিল্সিলাতুস্-স্বা’হী’হাহ্, হাদীস ১০০১)