কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী ১ টি
৬৪. সর্বপ্রথম নিজের অংশীদারকে না জানিয়ে কোন জমিন কিংবা বাগান অন্যের নিকট বিক্রি করা
জাবির (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
أَيُّكُمْ كَانَتْ لَهُ أَرْضٌ أَوْ نَخْلٌ فَلاَ يَبِعْهَا حَتَّى يَعْرِضَهَا عَلَى شَرِيْكِهِ
‘‘তোমাদের কারোর নিকট কোন জমিন কিংবা খেজুর বাগান থাকলে সে যেন তা বিক্রি না করে যতক্ষণ না তা নিজের অংশীদারের সামনে উপস্থাপন করে’’।[1]
>
[1] (আহমাদ্ ৩/৩০৭ নাসায়ী ২/২৩৪)