কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ৬৩. তীর কিংবা গোলা-বারুদ ইত্যাদি নিক্ষেপ করা শিখে তা ভুলে যাওয়া 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        ’উক্ববাহ্ বিন্ ’আমির (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
مَنْ عَلِمَ الرَّمْيَ ثُمَّ تَرَكَهُ فَلَيْسَ مِنَّا أَوْ قَدْ عَصَى
‘‘যে ব্যক্তি (তীর বা গোলা-বারুদ) নিক্ষেপ করা শিখে তা পরিত্যাগ করলো সে আমার উম্মতের মধ্যে গণ্য নয় অথবা সে আমার অবাধ্য হলো’’।[1]
>
              [1] (মুসলিম, হাদীস ১৯১৯)