কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ৫৩. রাত্রি বেলায় কোন রাস্তা-ঘাটে অবস্থান করা 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        জাবির (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
إِيَّاكُمْ وَالتَّعْرِيْسَ عَلَى جَوَادِّ الطَّرِيْقِ ، وَالصَّلاَةَ عَلَيْهَا ؛ فَإِنَّهَا مَأْوَى الْحَيَّاتِ وَالسِّبَاعِ ، وَقَضَاءَ الْحَاجَةِ عَلَيْهَا ؛ فَإِنَّهَا الْمَلاَعِنُ
‘‘তোমরা রাত্রি বেলায় রাস্তার মধ্যভাগে অবস্থান করা ও তাতে নামায পড়া থেকে বিরত থাকো। কারণ, তা হচ্ছে সাপ ও হিংস্র প্রাণীদের থাকার ঠিকানা। তেমনিভাবে তোমরা রাস্তা-ঘাটে মল-মূত্র ত্যাগ করা থেকেও বিরত থাকো। কেননা, তাতে মল-মূত্র ত্যাগ করা অভিসম্পাতের কারণ’’।[1]
>
              [1] (স’হী’হুল-জা’মি’, হাদীস ২৬৭৩)