কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ৫১. হারাম এলাকার বরই গাছ কাটা 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        আব্দুল্লাহ্ বিন্ ’হুবশী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
مَنْ قَطَعَ سِدْرَةً – مِنْ سِدْرِ الْحَرَمِ – صَوَّبَ اللهُ رَأْسَهُ فِيْ النَّارِ
‘‘কোন ব্যক্তি (হারাম শরীফের) বরই গাছ কাটলে আল্লাহ্ তা’আলা তার মাথাকে জাহান্নামের অগ্নিতে ঢুকিয়ে দিবেন’’।[1]
মু’আবিয়া বিন্ ’হায়দাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
مِنَ اللهِ تَعَالَى لاَ مِنْ رَسُوْلِهِ : لَعَنَ اللهُ قَاطِعَ السِّدْرِ – سِدْرِ الْحَرَمِ –
‘‘ইহা আল্লাহ্ তা’আলার পক্ষ থেকে ; রাসূল (সা.) এর পক্ষ থেকে নয়। আল্লাহ্ তা’আলা (হারাম শরীফের) বরই গাছ কর্তনকারীকে অভিসম্পাত করেছেন’’।[2]
>
              [1] (আবু দাউদ, হাদীস ৫২৩৯)
[2] (স’হী’হুল-জা’মি’, হাদীস ৫৯০৯)
                      
        [2] (স’হী’হুল-জা’মি’, হাদীস ৫৯০৯)