কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী ১ টি
৪৮. পিঁপড়া, মৌমাছি, হুদহুদ ও শ্রাইককে হত্যা করা
আব্দুল্লাহ্ বিন্ আব্বাস্ (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
أَرْبَعَةٌ مِنَ الدَّوَابِّ لاَ يُقْتَلْنَ : النَّمْلَةُ ، وَالنَّحْلَةُ ، وَالْـهُدْهُدُ ، وَالصُّرَدُ
‘‘চার জাতীয় প্রাণীকে হত্যা করা যাবে নাঃ পিপীলিকা, মধুমক্ষিকা, হুদহুদ ও শ্রাইক’’।[1]
>
[1] (স্বা’হীহুল-জা’মি’, হাদীস ৮৭৯)