কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী ১ টি
৪৬. আরোহণ হিসেবে ব্যবহৃত কোন পশুর গলায় ঘন্টা লাগানো
আব্দুল্লাহ্ বিন্ উমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ تَصْحَبُ الْـمَلاَئِكَةُ رَكْبًا مَعَهُمْ جُلْجُلٌ
‘‘ফিরিশতাগণ এমন কোন আরোহী দল অথবা ভ্রমণকারী জামাতের সাথী হবেন না যাদের সাথে রয়েছে ঘন্টা’’।[1]
উম্মু হাবীবাহ্ (রাযিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ تَصْحَبُ الْـمَلاَئِكَةُ رِفْقَةً فِيْهَا جَرَسٌ
‘‘ফিরিশতাগণ এমন কোন ভ্রমণকারী জামাতের সাথী হবেন না যাদের সাথে রয়েছে ঘন্টা’’।[2]
আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) একদা ঘন্টা সম্পর্কে বলেন:
مِزْمَارُ الشَّيْطَانِ
‘‘ঘন্টা হচ্ছে শয়তানের একটি বিশেষ বাদ্যযন্ত্র’’।[3]
>
[1] (নাসায়ী, হাদীস ৫২২১)
[2] (আবু দাউদ, হাদীস ২৫৫৪)
[3] (আবু দাউদ, হাদীস ২৫৫৬)
[2] (আবু দাউদ, হাদীস ২৫৫৪)
[3] (আবু দাউদ, হাদীস ২৫৫৬)