কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী ১ টি
৪২. কোন জারজ সন্তানকে ওয়ারিসি সম্পত্তি দেয়া
আমর বিন্ শু’আইব তাঁর পিতা থেকে এবং তাঁর পিতা তাঁর (’আমরের) দাদা থেকে বর্ণনা করেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
أَيُّمَا رَجُلٍ عَاهَرَ بِحُرَّةٍ أَوْ أَمَةٍ ؛ فَالْوَلَدُ وَلَدُ زِنَا ؛ لاَ يَرِثُ وَلاَ يُوْرَثُ
‘‘যে ব্যক্তি কোন স্বাধীনা অথবা বান্দির সাথে ব্যভিচার করলো। অতঃপর যে সন্তান হলো সেটি হবে ব্যভিচারের সন্তান। সে নিজেও কারোর থেকে মিরাস পাবে না এবং তার থেকেও কেউ মিরাস পাবে না’’।[1]
>
[1] (তিরমিযী, হাদীস ২১১৩)