আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

لاَ تَجْعَلُوْا بُيُوْتَكُمْ قُبُوْراً ، وَلاَ تَجْعَلُوْا قَبْرِيْ عِيْداً ، وَصَلُّوْا عَلَيَّ ؛ فَإِنَّ صَلاَتَكُمْ تَبْلُغُنِيْ حَيْثُ كُنْتُمْ

‘‘তোমরা নিজেদের ঘরগুলোকে কবর বানিও না। বরং তোমরা তাতে নফল নামায, কোর’আন তিলাওয়াত ও দো’আ ইত্যাদি করিও এবং আমার কবরকে মেলা বানিও না। তাতে বার বার নির্দিষ্ট সময়ে আসার অভ্যাস করো না। বরং তোমরা সর্বদা আমার উপর সালাত ও সালাম পাঠিও। কারণ, তোমাদের সালাত ও সালাম আমার নিকট অবশ্যই পৌঁছুবে। তোমরা যেখানেই থাকো না কেন’’।[1]

নফল নামায নিজ ঘরে পড়াই সর্বোত্তম।

যায়েদ্ বিন্ সাবিত (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

أَفْضَلُ الصَّلاَةِ صَلاَةُ الْـمَرْءِ فِيْ بَيْتِهِ إِلاَّ الْـمَكْتُوْبَةَ

‘‘সর্বোত্তম নামায হচ্ছে কোন ব্যক্তির তার ঘরে নামায পড়া। তবে ফরয নামায নয়’’।[2]

>
[1] (আবু দাউদ, হাদীস ২০৪২ আহ্মাদ্ : ২/৩৬৭)

[2] (স্বা’হীহুল-জা’মি’, হাদীস ১১১৭)