কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ৩৬. কেউ গালি দিলে তার প্রত্যুত্তরে গালি দেয়া 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        আব্দুল্লাহ্ বিন্ উমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
إِذَا سَبَّكَ رَجُـلٌ بِمَا يَعْلَمُ مِنْكَ ، فَلاَ تَسُبَّهُ بِمَا تَعْلَمُ مِنْهُ ، فَيَكُوْنَ أَجْـرُ ذَلِكَ لَكَ ، وَوَبَالُهُ عَلَيْهِ
‘‘তোমাকে কেউ তার জানা তোমার কোন ব্যাপার নিয়ে গালি দিলে তুমি তাকে তোমার জানা তার কোন ব্যাপার নিয়ে গালি দিও না। তা হলে তুমি এর সাওয়াব পাবে এবং সে এর পরিণাম ভুগবে’’।[1]
>
              [1] (স্বা’হীহুল-জা’মি’, হাদীস ৫৯৪)