নিত্য প্রয়োজনীয় পঠনীয় দু'আ কাগজে ছেপে বা লিখে যথাস্থানে চিটিয়ে বা টাঙ্গিয়ে রাখা বৈধ কি?
যথাসময়ে তা দেখে পড়ার জন্য অথবা পড়তে স্মরণ করার জন্য কাগজে ছেপে বা লিখে চিটিয়ে বা টেঙ্গে রাখা দূষণীয় নয়। যেমন গাড়ীর সামনে গাড়ী চড়া ও সফরের দুআ, দরজার দুপাশে বাড়ী প্রবেশ ও বাড়ী থেকে বের হওয়ার সময় দুআ, বৈঠকখানায় ‘কাফফারাতুল মজলিস’-এর দুআ লিখে রাখা অবৈধ নয়। ৪৬৫ (ইবনে উষাইমীন)