আলহামদুলিল্লাহ্
"বাংলা হাদিস" এপ সাধারণত প্রতি বছর রমাদানে নতুন করে রিলিজ করা হয়ে থাকে, তবে এবার কিছু ক্রিটিকাল টেকনিক্যাল কারনেই সেটি অবশেষে আর সম্ভব হয়নি, আর আমরা বিশ্বাস করি এই না হবার মাঝেই আল্লাহ কল্যান নিহিত রেখেছেন বিধায় সেটি হয়নি।
আলহামদুলিল্লাহ্, অবশেষে "বাংলা হাদিস" ভার্শন ৮ এর কাজ শুরু হয়েছে এবং আপনারা জেনে খুশি হবেন যে এবার এটি একটি বৃহৎ পরিসরে পরিকল্পনা করেই কাজটি শুরু হয়েছে এবং সম্পূর্ণ নতুন ভাবে অর্থাৎ একদম রুট লেভেল থেকে তৈরি হচ্ছে।
বর্তমান যে এপ আছে ভার্শন ৭.৩ (অ্যান্ড্রয়েড ১১ ও ১২ উপযোগী) হাদিসবিডির ওয়েবে এবং ৭.২ ভার্শন প্লে স্টোরে (অ্যান্ড্রয়েড ১০ পর্যন্ত সাপোর্ট করে) এটিই এই সিস্টেমের সর্বশেষ ভার্শন তবে ডাটাবেস আপডেট ও নতুন বই সংযুক্তি এগুলি চালু থাকবে উক্ত ভার্শনগুলিতে যতদিন সম্ভব ইন-শা-আল্লাহ।
সামনে যেটি আসছে অর্থাৎ ভার্শন ৮ সেটি এক ভিন্ন ধারায়, ভিন্ন আঙ্গিকে এবং একইসাথে অ্যান্ড্রয়েড ও আইওএস উভয়টিই হুবহু একই রকম এবং একই সাথে রিলিজ হবে ইন-শা-আল্লাহ।
যেহেতু এবারের কাজের পরিসর বেশ বড় তাই এই কাজ সমাপ্ত করার জন্য একটু বড় আকারের বাজেট করতে হয়েছে নতুবা এটি সমাপ্ত করা সম্ভব হবে না হাদিসবিডির পক্ষে।
সাধারণত হাদিসবিডি সব সময় কাজ শুরু করে জিরো ফান্ড দিয়ে অর্থাৎ একদম শূন্য হাতে এবং প্রতিটি সময়েই আল্লাহ প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে দিয়েছেন তার প্রিয় কোন বান্দা ও বান্দির মাধ্যমে। আলহামদুলিল্লাহ্, তবে এবারে একটু ব্যাতিক্রম এই যে ইতিমধ্যে হাদিসবিডির হাতে ১ লক্ষ টাকা এসেছে প্রাথমিকভাবে কাজটি শুরু করার জন্য।
আল্লাহর কাছে তাওফীক কামনা করছি, আমীন।
বিকাশ (পার্সোনাল) – 0171 411 06 30 / 01789 44 77 88
রকেট (পার্সোনাল) – 017141106304
নগদ (পার্সোনাল) – 01714110630
ব্যাংক একাউন্ট
Islami Bank Bangladesh Ltd.
Uttara Branch, Dhaka (North)
A/C Name: Kh. Rokonul Haque
A/C number: 2050 2070 20388 0502
সার্বিক যোগাযোগঃ
রোকন উল হক
ই-মেইলঃ info@hadithbd.com
ফেসবুকঃ facebook.com/hadithbd
৩রা রমাদান, ১৪৪৩ হিজরী
২২শে চৈত্র, ১৪২৮ বঙ্গাব্দ
৫ই এপ্রিল, ২০২২ ইং