এই মুহূর্তের আয়াত
সুরাঃ আল-ফালাক, আয়াতঃ ৪

৪. আর অনিষ্ট হতে সমস্ত নারীদের, যারা গিরায় ফুক দেয়(১),

(১) দ্বিতীয় বিষয় হচ্ছে, (وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ) এখানে نفث এর অর্থ ফুঁ দেয়া। عُقَد শব্দটি عقدة এর বহুবচন। অর্থ গ্রন্থি। যারা জাদু করে, তারা ডোর ইত্যাদিতে গিরা লাগিয়ে তাতে জাদুর মন্ত্র পড়ে ফুঁ দেয়। এখানে نَفَّاثَاتِ লিঙ্গ ব্যবহার করা হয়েছে। বাহ্যত এটি নারীর বিশেষণ। এটি খারাপ আত্মাকেও বুঝাতে পারে। তখন অর্থ হবে ফ...

এই মুহূর্তের হাদিস
গ্রন্থঃ আল-লুলু ওয়াল মারজান, হাদিস নম্বরঃ ১৬৭৫

১৬৭৫. আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সত্য নেকীর দিকে পরিচালিত করে আর নেকী জান্নাতের দিকে পৌছায়। আর মানুষ সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে অবশেষে সিদ্দীক-এর দরজা লাভ করে। আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, পাপ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর মানুষ মিথ্যা কথা বলতে বলতে অবশেষে আল্লাহর কাছে মহামিথ্যাচারী রূপে সাব্যস্ত হয়ে যায়।

বুধবার (রাত ৪:৩১)
১২ই রবিউস-সানি, ১৪৪৬ হিজরী
১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)
১৬ই অক্টোবর , ২০২৪ ইং

সাহরীর শেষ সময় - ভোর ৪:৪২
ইফতার [সূর্যাস্ত] - সন্ধ্যা ৫:৩২
ফজর ভোর ৪:৪২
যোহর দুপুর ১১:৪৫
আছর বিকাল ৩:০২
মাগরিব সন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৫
সূর্যোদয় ভোর ৫:৫৬

কপিরাইট সম্পর্কে জরুরী দৃষ্টি আকর্ষণ

বাংলা হাদিসের সমস্ত কন্টেন্ট যারা দাওয়াতি কাজ করে থাকেন (ফেসবুক, ইউটিউব, ব্লগ, আর্টিকেল ইত্যাদি) বা সর্ব সাধারন তাদের সকলের জন্য কপি পেস্ট (সোর্স সহ বা ছাড়া, [যদিও আমরা আশা করি যে আপনারা আমাদের সোর্স উল্লেখ করবেন কেননা তাতে অন্যরাও জানতে পারবে এবং দাওয়াতি কাজে উৎসাহী হবে]) উন্মুক্ত এবং এতে কোন ধরনের বাঁধা নেই।

কোন ব্যাক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপ আমাদের কন্টেন্ট ব্যবহার করে আলাদাভাবে (পুরোপুরি বা আংশিক) পরিবর্তন/পরিবর্ধন করে নিজ নামে ব্লগ, ওয়েবসাইট, মোবাইল এপ, কম্পিউটার সফটওয়্যার বা বই প্রিন্ট ইত্যাদি তৈরি করতে পারবেন না। ভবিষ্যতে এপিআই সার্ভারের মাধ্যমে সকলের জন্য ডাটা শেয়ার করার পরিকল্পনা আছে ইন-শা-আল্লাহ।

আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি অনেকেই আমাদের কন্টেন্ট ব্যবহার করে হুবহু বা অংশিক পরিবর্তন করে বিভিন্ন মোবাইল এপ/ওয়েব/কম্পিউটার সফটওয়্যার তৈরি করেছেন এবং সেগুলির অধিকাংশে বিভিন্ন ধরনের হারাম এডও সংযুক্ত করা হয়েছে অর্থ আয়ের জন্য যা সম্পূর্ণরুপে নিষিদ্ধ।