১০ সূরাঃ ইউনুস | Yunus | سورة يونس - আয়াতঃ ৮
১০:৮ اُولٰٓئِكَ مَاۡوٰىهُمُ النَّارُ بِمَا كَانُوۡا یَكۡسِبُوۡنَ ﴿۸﴾
اولٓئك ماوىهم النار بما كانوا یكسبون ﴿۸﴾

তারা যা উপার্জন করত, তার কারণে আগুনই হবে তাদের ঠিকানা। আল-বায়ান

তাদের আবাস হল জাহান্নাম তাদের কৃতকর্মের কারণে। তাইসিরুল

এইরূপ লোকদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, তাদের কার্যকলাপের কারণে। মুজিবুর রহমান

For those their refuge will be the Fire because of what they used to earn. Sahih International

৮. তাদেরই আবাস আগুন; তাদের কৃতকর্মের জন্য।

-

তাফসীরে জাকারিয়া

(৮) এই লোকদের নিজেদের কৃতকর্মের ফলে ঠিকানা হবে জাহান্নাম।

-

তাফসীরে আহসানুল বায়ান