পরিচ্ছেদঃ ৩৬/১৬. পান করার সময় পাত্রে নিঃশ্বাস ছাড়া ঘৃণিত এবং পাত্রের বাইরে তিনবার নিঃশ্বাস ছাড়া মুস্তাহাব।
১৩১৭. সুমামাহ ইবনু ’আবদুল্লাহ (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আনাস (রাঃ)-এর নিয়ম ছিল, তিনি দুই কিংবা তিন নিঃশ্বাসে পাত্রের পানি পান করতেন। তিনি ধারণা করতেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নিঃশ্বাসে পানি পান করতেন।
حديث أَنَسٍ عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: كَانَ أَنَسٌ يَتَنَفَّسَ فِي الإِنَاءِ، مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، وَزَعَمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَتَنَفَّسُ ثَلاَثًا
حديث انس عن ثمامة بن عبد الله، قال: كان انس يتنفس في الاناء، مرتين او ثلاثا، وزعم ان النبي صلى الله عليه وسلم، كان يتنفس ثلاثا
সহীহুল বুখারী, পর্ব ৭৪ : পানীয়, অধ্যায় ২৬, হাঃ ৫৬৩১; মুসলিম, পর্ব ৩৬ : পানীয়, অধ্যায় ১৬, হাঃ ২০২৮
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ সুমামা ইবনু ‘আবদুল্লাহ ইবনু আনাস (রহ.)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৩৬/ পানীয় (كتاب الأشربة)