পরিচ্ছেদঃ ৩৮. যাবিল আরহাম (নিকটাত্মীয়গণের) মীরাছ
৩০৯৩. আবী ইসহাক শাইবানী হতে বর্ণিত, (মৃত ব্যক্তির) ফুফু ও তার ভাইয়ের মেয়ে সম্পর্কে শা’বী (রহঃ) বলেন, তার পুরো সম্পত্তি পাবে তার ভাইয়ের মেয়ে।[1]
باب مِيرَاثِ ذَوِي الْأَرْحَامِ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا حَسَنٌ عَنْ سُلَيْمَانَ أَبِي إِسْحَقَ عَنْ الشَّعْبِيِّ فِي عَمَّةٍ وَبِنْتِ أَخٍ قَالَ الْمَالُ لِابْنَةِ الْأَخِ
حدثنا ابو نعيم حدثنا حسن عن سليمان ابي اسحق عن الشعبي في عمة وبنت اخ قال المال لابنة الاخ
[1] তাহক্বীক্ব: আমির শা’বী পর্যন্ত এর সনদ জাইয়্যেদ বা উত্তম।
তাখরীজ: এটি গত হয়েছে ৩০৮৭ নং তে।
তাখরীজ: এটি গত হয়েছে ৩০৮৭ নং তে।
হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আবূ ইসহাক শায়বানী (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
২১. উত্তরাধিকার অধ্যায় (كتاب الفرائض)