পরিচ্ছেদঃ ১২০. দাসীর ইসতিবরা’আ’
১২১১. খালিদ আল হাজ্জা থেকে বর্ণিত, আবী কিলাবাহ রাহি. বলেন, (তা) তিন মাস।[1]
بَاب اسْتِبْرَاءِ الْأَمَةِ
أَخْبَرَنَا يَزِيدُ أَخْبَرَنَا شَرِيكٌ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلَابَةَ قَالَ ثَلَاثَةُ أَشْهُرٍ
اخبرنا يزيد اخبرنا شريك عن خالد الحذاء عن ابي قلابة قال ثلاثة اشهر
[1] তাহক্বীক্ব: এর সনদ হাসান।
তাখরীজ: বাইহাকী, ৭/৪৫০ সহীহ সনদে।
তাখরীজ: বাইহাকী, ৭/৪৫০ সহীহ সনদে।
হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ খালিদ আল-হাজ্জা (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
১. পবিত্রতা অধ্যায় (كتاب الطهارة)