পরিচ্ছেদঃ ১১৬. হায়িযগ্রস্ত মহিলার মসজিদে প্রবেশ
১২০০. হিশাম হতে বর্ণিত, কাতাদা রাহি. বলেন, ’জুনুবী’ (অপবিত্র) ব্যক্তি মসজিদ হতে কোনো কিছু নিতে পারবে, কিন্তু তাতে অবস্থান করতে পারবে না।[1]
بَاب دُخُولِ الْحَائِضِ الْمَسْجِدَ
أَخْبَرَنَا مُسْلِمٌ حَدَّثَنَا هِشَامٌ عَنْ قَتَادَةَ قَالَ الْجُنُبُ يَأْخُذُ مِنْ الْمَسْجِدِ وَلَا يَضَعُ فِيهِ
اخبرنا مسلم حدثنا هشام عن قتادة قال الجنب ياخذ من المسجد ولا يضع فيه
[1] তাহক্বীক্ব: এর সনদ সহীহ।
তাখরীজ: ইবনু আবী শাইবা ২/৩৬০ সহীহ সনদে।
তাখরীজ: ইবনু আবী শাইবা ২/৩৬০ সহীহ সনদে।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ হিশাম আদ-দাসতুয়ানী (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
১. পবিত্রতা অধ্যায় (كتاب الطهارة)