১০৫১

পরিচ্ছেদঃ ১৯. ছাগল ও উটের খোঁয়াড়ে নামায পড়া প্রসঙ্গে

১০৫১(২)। ইবনে সায়েদ (রহঃ) ... আবদুল মালেক ইবনুর রবী’ ইবনে সাবুরা (রহঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা মেষ-বকরীর খোয়াড়ে নামায পড়তে পারো, কিন্তু উটের খোয়াড়ে নামায পড়ে না।

بَابُ ذِكْرِ الصَّلَاةِ فِي أَعْطَانِ الْإِبِلِ وَمَرَاحِ الْغَنَمِ

نَا ابْنُ صَاعِدٍ ، نَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ ، قَالَا : نَا حَرْمَلَةُ بْنُ عَبْدِ الْعَزِيزِ ، حَدَّثَنِي عَمِّي عَبْدُ الْمَلِكِ بْنُ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " صَلُّوا فِي مَرَاحَاتِ الْغَنَمِ ، وَلَا تُصَلُّوا فِي مَرَاحَاتِ الْإِبِلِ

نا ابن صاعد ، نا عبد الجبار بن العلاء ، ومحمد بن عبد الله بن عبد الحكم ، قالا : نا حرملة بن عبد العزيز ، حدثني عمي عبد الملك بن الربيع بن سبرة ، عن ابيه ، عن جده ، قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : " صلوا في مراحات الغنم ، ولا تصلوا في مراحات الابل

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)