পরিচ্ছেদঃ ১. পানিতে নাপাক মিশ্রিত হলে তার হুকুম
২৭. দালাজ ইবনে আহমাদ (রহঃ) ... আসেম ইবনুল মুনযির (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ’কুলাল’ হলো বড় মশক।
بَابُ حُكْمِ الْمَاءِ إِذَا لَاقَتْهُ النَّجَاسَةُ
نَا دَعْلَجُ بْنُ أَحْمَدَ ، نَا عَبْدُ اللَّهِ بْنُ شِيرَوَيْهِ ، نَا إِسْحَاقُ بْنُ رَاهَوَيْهِ ، نَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي رِزْمَةَ ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ ، عَنْ عَاصِمِ بْنِ الْمُنْذِرِ ، قَالَ : الْقِلَالُ : الْخَوَابِي الْعِظَامُ
نا دعلج بن احمد ، نا عبد الله بن شيرويه ، نا اسحاق بن راهويه ، نا عبد العزيز بن ابي رزمة ، عن حماد بن زيد ، عن عاصم بن المنذر ، قال : القلال : الخوابي العظام
* 'কুলাল' শব্দটি 'কুল্লাতুন'-এর বহুবচন। এটি পানির পাত্র বুঝালেও তার আকার ও আয়তন সম্পর্কে প্রচুর মতভেদ আছে। কেউ বলেন, বৃহৎ আকারের পানির ঘড়া যার মধ্যে তিন অথবা নয় কলস পরিমাণ পানি রাখা যায় (অনুবাদক)
হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আসেম ইবনুল মুনযির ইবনুয যুবায়ের (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)