পরিচ্ছেদঃ ১০২. হায়িয (অতিক্রান্ত) হলে মহিলারা সিয়াম কাযা আদায় করবে কিন্তু সালাতের কাযা আদায় করবে না
১০২১. শারীক রাহি. হতে বর্ণিত, কাছীর ইবনু ইসমাঈল রাহি. বলেন, আমি ফাতিমা বিনতে আলীকে জিজ্ঞেস করলাম, আপনি কি আপনার হায়েযের দিনগুলির সালাতসমূহের কাযা আদায় করেন? তিনি বললেন, না।[1]
بَابٌ فِي الْحَائِضِ تَقْضِي الصَّوْمَ وَلَا تَقْضِي الصَّلَاةَ
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ عِيسَى حَدَّثَنَا شَرِيكٌ عَنْ كَثِيرٍ أَبِي إِسْمَعِيلَ قَالَ قُلْتُ لِفَاطِمَةَ يَعْنِي بِنْتَ عَلِيٍّ أَتَقْضِينَ صَلَاةَ أَيَّامِ حَيْضِكِ قَالَتْ لَا
إسناده ضعيف لضعف كثير
اخبرنا اسحق بن عيسى حدثنا شريك عن كثير ابي اسمعيل قال قلت لفاطمة يعني بنت علي اتقضين صلاة ايام حيضك قالت لا
اسناده ضعيف لضعف كثير
[1] তাহক্বীক্ব: এর সনদ যয়ীফ, কাছীর যয়ীফ হওয়ার কারণে।
তাখরীজ: ইবনু আবী শাইবা ২/৩৪০।
তাখরীজ: ইবনু আবী শাইবা ২/৩৪০।
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ শারীক ইবনু আবদুল্লাহ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
১. পবিত্রতা অধ্যায় (كتاب الطهارة)