পরিচ্ছেদঃ শয়নকালে যা বলতে হয়
(৩১৫৮)ফারওয়াহ বিন নাওফাল তাঁর পিতার নিকট হতে বর্ণনা করে বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাওফালকে বললেন, তুমি (ক্বুল ইয়্যা আইয়্যু হাল কা-ফিরূন) পাঠ কর, অতঃপর এর শেষে নিদ্রা যাও। কারণ উক্ত সূরা শিরক থেকে মুক্তি পেতে উপকারী।
عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِىَّ ﷺ قَالَ لِنَوْفَلٍ اقْرَأْ (قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ) ثُمَّ نَمْ عَلَى خَاتِمَتِهَا فَإِنَّهَا بَرَاءَةٌ مِنَ الشِّرْكِ
عن فروة بن نوفل عن ابيه ان النبى ﷺ قال لنوفل اقرا (قل يا ايها الكافرون) ثم نم على خاتمتها فانها براءة من الشرك
(আবু দাঊদ ৫০৫৭, তিরমিযী ৩৪০৩, নাসাঈর কুবরা ১০৬৩৬, ইবনে হিব্বান, সহীহ তারগীব ৬০২)