পরিচ্ছেদঃ পুণ্যের পথ অনেক
(৫০৬) উম্মে শারীক (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি মারতে আদেশ দিয়েছেন এবং বলেছেন যে, এ ইব্রাহীম (আঃ)-এর অগ্নিকুন্ডে ফুঁ দিয়েছিল।
আরবী ভাষাবিদদের মতে, وزغ বড় টিকটিকিকে বলে। (পক্ষান্তরে গিরগিটির আরবীঃ حرباء। আর তাকে মারার নির্দেশ হাদীসে নেই।)
وَعَن أُمِّ شَرِيكٍ رَضِيَ اللهُ عَنهَا : أَنَّ رَسُولَ اللهِ ﷺ أَمَرَهَا بِقَتْلِ الأَوْزَاغِ وَقَالَ كَانَ يَنْفُخُ عَلَى إِبْرَاهِيمَ متفق عَلَيْهِ
وعن ام شريك رضي الله عنها : ان رسول الله ﷺ امرها بقتل الاوزاغ وقال كان ينفخ على ابراهيم متفق عليه
(বুখারী ৩৩৫৯, মুসলিম ৫৯৭৯)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উম্মু শারীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
৪/ আন্তরিক কর্মাবলী