২২০৯

পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই।

২২০৯. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ..... যুবায়র ইবন আদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা কয়েকজন আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু-এর কাছে গেলাম এবং হাজ্জাজের পক্ষ থেকে যে যুলুম ও নিপিড়নের আমরা শিকার হচ্ছিলাম সে বিষয়ে তাঁর কাছে অভিযোগ করলাম। তিনি বললেনঃ তোমাদের রবের সাথে সাক্ষাত না হওয়া পর্যন্ত এমন কোন বছর যাবে না যারা চেয়ে পরবর্তী বছর আরো খারাপ না হবে। এ কথাটি আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে শুনেছি। সহীহ, সহিহাহ ১/১০,১২১৮, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ২২০৬ [আল মাদানী প্রকাশনী]

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।

باب

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنِ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ، قَالَ دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ فَشَكَوْنَا إِلَيْهِ مَا نَلْقَى مِنَ الْحَجَّاجِ فَقَالَ ‏ "‏ مَا مِنْ عَامٍ إِلاَّ الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ ‏"‏ ‏.‏ سَمِعْتُ هَذَا مِنْ نَبِيِّكُمْ صلى الله عليه وسلم ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، عن سفيان الثوري، عن الزبير بن عدي، قال دخلنا على انس بن مالك قال فشكونا اليه ما نلقى من الحجاج فقال ‏ "‏ ما من عام الا الذي بعده شر منه حتى تلقوا ربكم ‏"‏ ‏.‏ سمعت هذا من نبيكم صلى الله عليه وسلم ‏.‏ قال ابو عيسى هذا حديث حسن صحيح ‏.‏


Az-Zubair bin 'Adi said:
"We entered upon Anas bin Malik. We complained to him about what we were experiencing from Al-Hajjaj. So he said: 'There will not be a year, except that the one that is after it will be more evil than it, until you meet your Lord. I heard this from your Prophet(s.a.w)."'


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ যুবাইর ইবনে আদী (রহ.)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আত তিরমিজী (ইসলামিক ফাউন্ডেশন)
৩৬/ ফিতনা (كتاب الفتن عن رسول الله ﷺ)