পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই।
৩৯৫৫. হাফস ইবন উমার (রহঃ) .... আবূ কিলাবা (রহঃ) তাঁর থেকে শ্রবণ করেন, যাকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ পড়ানঃ
فَيَوْمَئِذٍ لاَ يُعَذَّبُ عَذَابَهُ أَحَدٌ * وَلاَ يُوثَقُ وَثَاقَهُ أَحَدٌ
(অর্থাৎ তিনি يُعَذَّبُ এর ’যাল’ অক্ষর এবংيُوثَقُ এর ’ছা’ অক্ষর যবর দিয়ে তিলওয়াত করেন।)
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَمَّنْ أَقْرَأَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ( فَيَوْمَئِذٍ لاَ يُعَذَّبُ عَذَابَهُ أَحَدٌ * وَلاَ يُوثَقُ وَثَاقَهُ أَحَدٌ ) .
Narrated Abu Qilabah:
That the Prophet (ﷺ) made a man read the verse: "For, that day His chastisement will be such as none (else) can be chastised. And his bonds will be such as none (other) can be bound.